অবতক খবর,৮ আগস্ট: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থা আলোর উদ্যোগ যারা ভবঘুরে তাদের জন্য নির্মিত ভবনে এক অভিনব অনুষ্ঠান হয়ে গেল। তাদের সঙ্গে সময় কাটালেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা।
স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সুশান্ত যাদব জানান যারা এই ভবঘুরে আশ্রয়স্থলে থাকেন তারা যাতে কখনো তাদেরকে একা না মনে করেন, তাঁদের সঙ্গে থাকার জন্যই আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কচিকাচাদের নিয়ে খাওয়া-দাওয়া করা হয় একাধিক অনুষ্ঠান করা হয়।
তিনি আরো বলেন, সর্বতোভাবে সাহায্য করেছে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ও ইসলামপুরে পৌর প্রশাসক কানাইলাল আগরওয়াল। তনুশ্রী দাস,সংস্থার সেক্রেটারী জানান,প্রায় ৭০ জনের মতো খাবারের ব্যবস্থা করা হয়েছে। যদি আরো লাগে তবে আরও করা হবে কাউকে অভুক্ত রাখা হবে না। তবে সংস্থার এটি প্রথম কাজ। আগামী দিনে আরো বড় উদ্যোক্তারা নেবেন বলে জানান।
বিধায়ক আব্দুল করিম চৌধুরী আজ এবং গিয়ে তিনি জানান, এটি একটি ভাল উদ্যোগ আশ্রয়। যারা পৌরসভা দ্বারা নির্মিত এই ভবন যারা বৃদ্ধ তাদের জন্য এই নির্মাণ করা হয়েছে। মমতা ব্যানার্জির উদ্যোগে এটি হয়েছে। মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি বলেন, বর্তমান পৌর প্রশাসক এবং পৌর পিতা প্রাক্তন পৌর পিতা কানাইলাল আগরওয়াল উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি আরো বলেন,বৃদ্ধ বৃদ্ধাদের জন্য তৈরি এই ভবন খুবই ভাল হয়েছে।