অবতক খবর,১৩ ফেব্রুয়ারী : উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও ইসলামপুর ব্লকের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এক ক্যাম্পের আয়োজন করা হয়েছে ইসলামপুর উর্দু একাডেমীতে।
উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব, সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপান্বিতা বর্মন ,সহ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন।
আজ এই ক্যাম্প থেকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ, সহ শ্রবনের যন্ত্র ,ট্রাই সাইকেল প্রদান করা হয়।
জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন পশ্চিমবঙ্গের সরকার মানবিক সরকার।
গত বছর থেকে এই বিশেষ উদ্যোগ শুরু করা হয়েছে।
ক্যাম্প থেকে ট্রাই সাইকেল, কানের মেশিন ,সহ কৃত্রিম অঙ্গ সাধারণ মানুষকে দেওয়া হয়।
অসাধারণ মানুষরাও কৃত্রিম অঙ্গ পেয়ে তারাও যথেষ্টই খুশি।
ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগারওয়াল বলেন যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য এই ক্যাম্প করা হয়েছে ।
উত্তর দিনাজপুর জেলার শাসকের উদ্যোগে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে।
এখানে চিকিৎসকরা রয়েছেন তারা দেখছেন যার যেটা প্রয়োজন তাকে সেটা দিচ্ছেন এটি খুব ভালো উদ্যোগ।