অবতক খবর,১৬ জুন: উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙার গণদিপায়ান এলাকায় হটাৎ অভিযান বন দফতরের। ঘরের মাটি খুরে উদ্ধার ২০০-র উপরে কচ্ছপ । গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে স্থানীয় ব্যবসায়ী গৌতম মজুমদারের বাড়িতে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করে । তবে আগাম খবর পেয়ে পালিয়ে যায় মূল অভিযুক্ত গৌতম ।
স্থানীয় সূত্রে জানা গেছে বিগত দুই বছর ধরে গৌতম বন্য প্রাণী আইন লঙ্ঘন করে বেআইনী ভাবে কচ্ছপের ব্যবসা করে আসছিল। গোবর ডাঙ্গা, হাবড়া, গাইঘাটা, অশোক নগর, বারাসাত, মধ্যমগ্রাম এমন কি এই জেলার বাইরেও বিভিন্ন জায়গায় গোপনে কচ্ছপ বিক্রি করতো মোটা টাকার বিনিময়ে। এদিন বনদপ্তর এর কর্মীরা কচ্ছপ গুলিকে উদ্ধার করে বারাসাতে রেঞ্জার ফরেস্ট অফিসে নিয়ে আসেন।
সেখানেই আপাতত কচ্ছপ গুলিকে রাখা হয়েছে। অন্য দিকে পলাতক গৌতমের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গৌতম এর বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনের বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।