অবতক খবর,৭ সেপ্টেম্বর: আবহাওয়া দপ্তর আগে থেকেই সর্তকতা জারি করেছে দক্ষিণবঙ্গের দুটি জেলায়। বিশেষ করে সমুদ্র উপকূল এলাকায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কথা আগে থেকেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেইমতো সমুদ্রের মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি এবং সর্তকতা জারি করেছিল। তা সত্ত্বেও স্থানীয় কিছু মৎস্যজীবী নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়ে যায় সমুদ্রে।
মঙ্গলবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি সেই সাথে ঝড়ো হাওয়ায় উত্তাল দীঘার সমুদ্র। অল্পের জন্য বেশকিছু মৎস্যজীবীদের প্রাণে বাঁচলো। দীঘা সমুদ্র উপকূলে থাকা সিভিল ডিফেন্স এবং নুলিয়ারা দেখতে পায় সমুদ্রের ঢেউ এর মধ্যে একটি নৌকায় থাকা মৎস্যজীবীরা ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। তৎক্ষণাৎ তাদের উদ্ধার করা হয়। কয়েকজন মৎস্যজীবীর পাথরের ধাক্কা লেগে আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। প্রশ্ন উঠছে সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে কিভাবে সমুদ্রের নামলো তারা!