আজ দেশ কাল সময়ের সঙ্গে লড়ে যাওয়া কবির জন্মদিনঃ
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়

উদাহরণ
তমাল সাহা

শাসকের জামা পাল্টানোর সেই কবিতাটা
সেটা তো প্রবাদ হয়ে গেছে, খুব বিখ্যাত।
তোমাকে কাঠগড়ায় তুলি, আমি এক অখ্যাত।

রাজার কথা বলেছো তুমি
কেন কবিদের কথা বলো নি?
এর জন্যে
তোমার উপর খুব রাগ আমার
তুমি কি এইসব কবিদের চোখে দেখো নি?

রাজারা তো জামা পাল্টাবেই
কবিরা কেন পাল্টায়
সে কথা তো খুলে বলো নি!

মুখে বলবে মানুষের জন্য কবিতা–
কবি চলে যাবে শাসকের দলে।
এসব কবিকে কি নেমকহারাম বলে?

কবি ও শাসক ঘনিষ্ঠ হলে
কবিতা কতদূর যায়
তাদের কেন তুমি তিরস্কার করো নি,
বিরুদ্ধতার চাবুক হানো নি?
এই অভিযোগ তোমাকে ছাড়া
আর কার কাছে করা যায়?

পরে বুঝেছি
তোমার মুখে গালপাড়া শোভা পায় না
নিজে ঋজু থেকে
শালের মতো সিনা দেখিয়ে
সরলবর্গীয় বৃক্ষের মতন
ইঙ্গিতে রেখে গেছ বলিষ্ঠ উদাহরণ।