১৯ ডিসেম্বর’১৯। দেশ জুড়ে রাষ্ট্র বনাম জনতার একপ্রস্ত লড়াই। NRC এবং CAA-র বিরুদ্ধে জনমত জাগ্রত হয়েছে। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মানুষ, বুদ্ধিজীবী, ইতিহাসবিদরা সক্রিয় হয়ে ময়দানে নেমে পড়েছেন। রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের স্বেচ্ছাচারিতা বিরুদ্ধে এক অন্য লড়াইয়ের শুভ সূচনা হয়েছে আজ ১৯ ডিসেম্বর।

উনিশ ডিসেম্বর
তমাল সাহা

এ দশকের শেষ পূর্ণিমা
চলে গেছে বারো ডিসেম্বরে।
অমারাত্রি নেমে এসেছে এই মহাপ্রান্তরে।
কে কোথায় আছো
জাগো!
জাগতে রহো অন্তরে অন্তরে।

নাগরিকতা!
তখন করেছিলি কেন দেশভাগ?
তোদের ক্ষমতার জন্য
আমরা এখনও উদ্বাস্তু, উৎখাত।

দেশ আমার, কিছুতেই তোর নয়।
দেশজুড়ে প্রতিবাদ,
হাওয়া পর্যন্ত সরব হয়।

একশ চুয়াল্লিশ ধারা, গ্রেপ্তার,
ইন্টারনেট বন্ধ।
যখন প্রলয় নেমে আসে
তখন ক্ষমতার চোখ রীতিমতো অন্ধ।

এই দেশ কার?
আজ উনিশ ডিসেম্বর।
পথে মানুষ, বুদ্ধিজীবী একাকার।
মানুষ রচনা করছে নয়া এক ইতিহাস।
এ এক মহান দৃশ্য
সাবাস! সাবাস!

গর্জায় জনরোষ
জাগ্রত জনরোল—
হল্লা বোল! হল্লা বোল!