আমাদের জীবনও জ্যামিতিক মাত্রা পায়। কখনো চলে সরল,কখনো বক্র, কখনো বৃত্তীয় রেখায়।সম্পাদ্য অঙ্কন কঠিন হয়ে পড়ে, উপপাদ্য প্রমাণ জটিল হয়ে দাঁড়ায়।

উপপাদ্য
তমাল সাহা

যদি মনে করো
এবিসি একটি সমকোণী ত্রিভুজ,
লম্ব হেলে পড়েছে,
বাঁকা অতিভুজ হাত বাড়িয়ে
কেড়ে নিয়েছে সব,
ভূমিতে পড়ে আছে নিহতের শব।
কি প্রমাণ করবে তুমি?

যদি মনে করো
‘ও’ কেন্দ্রগামী এবিসি একটি বৃত্ত,
কেন্দ্রে আছে রাষ্ট্র,তার হাতে বন্দুক,
পরিধি কাঁটাতার বেড়া।
এবার কোথায় পালাবে তুমি
ডিটেনশন ক্যাম্প ছাড়া?
এর থেকে কি প্রমাণ করবে তুমি?

যদি মনে করো
এবিসিডি একটি বর্গক্ষেত্র,
‘এ’ বিন্দুতে বসে আছে হিন্দু,
‘বি’ বিন্দুতে মুসলমান,
‘সি’ বিন্দুতে বসে আছে ঈশাহী,
‘ডি’ বিন্দুতে খ্রিস্টান—
এদিকে এনআরসি করেছে তাড়া,
কি করে প্রমাণ করবে তুমি
বর্গক্ষেত্রের প্রতিটি বাহুই সমান?
প্রতিটি কোণের পরিমাণ ৯০ ডিগ্রি?
বাহুগুলি লম্ব,মাথা উঁচু করে দাঁড়িয়ে?

কি ভাবছো তুমি?
তোমার দেশ যাচ্ছে হারিয়ে!