উলঙ্গতার ঝড়
তমাল সাহা
সূর্য অস্তাচলে যায়
অন্ধকার যত ঘনতর হয়ে আসে
প্রকম্পিত শব্দেরা সব
আমার মস্তিষ্কে দ্রুতগতিতে চলাফেরা করে
ভাবনা সক্রিয় হয়ে ওঠে মস্তিষ্কের ধূসর চত্বরে
শারীরিক নিগ্রহের প্রতিবাদে
উত্তর পূর্ব গোলার্ধের দক্ষিণ মহাসাগর পারে মাতা কন্যা সহ সমগ্র নারীরা যদি সক্রোধে বিবস্ত্র হয়ে নেমে পড়ে রাজপথে জন প্রান্তরে
তবে অ্যাতো উলঙ্গতা রাষ্ট্র দেখবে কী করে!
একশো চল্লিশ কোটি দেশের চলমান নারীদের
অ্যাতো ক্রোধী জঙ্ঘা
অ্যাতো উত্তুঙ্গ নিতম্ব
কোন যুদ্ধের প্রস্তাবনা প্রারম্ভ?
অ্যাতো উদ্ধত স্তনযুগল
অ্যাতো উদ্যত উন্মুক্ত যোনি
কেঁপে উঠবে কী মেদিনী
আকাশে গর্জাবে কি বজ্র-দামিনী!
রাষ্ট্র পালাবে কোথায় এই বিধ্বংসী ঝড়ে?
দিকে দিকে নগ্নিকারা সংহারী রূপ ধরে!