অবতক খবর,২২ নভেম্বরঃ ঋণ পাইয়ে দেওয়ার নাম করে কোটি টাকা প্রতারণার অভিযোগ খাস কলকাতায়। ঘটনায় দিল্লি এবং কলকাতা থেকে ২জনকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিস।
পুলিস সূত্রে খবর, ২৩শে জুলাই লেকটাউনের বাসিন্দা পরমা বসাক লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, এক ব্যক্তি তাঁকে নন ব্যাঙ্কিং সেক্টর থেকে ১৫ কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি পূরণে তাঁকে ঋণের জন্য বেশকিছু প্রক্রিয়াও সম্পূর্ণ করতে বলা হয়। সেই মোতাবেক বিভিন্নভাবে ওই অভিযোগকারীর থেকে কোটি টাকার বেশি নিয়েছেন অভিযুক্তরা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে লেকটাউন থানার পুলিস।
পুলিস সূত্রে খবর, একটি চক্র নন ব্যাঙ্কিং সেক্টরে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা প্রতারণা চক্র চালাচ্ছেন। সেই সূত্র ধরে দিল্লিতে হানা দিয়ে এই চক্রের মূল পান্ডা গোবিন্দ ঝা-কে গ্রেফতার করে পুলিস। তাঁকে জিজ্ঞাসাবাদ করে চিনারপার্ক এলাকায় হানা দিয়ে আনন্দ কুমার সিং নামে আও একজনকে গ্রেফতার করে পুলিস। সোমবার তাদের বিধাননগর আদালতে তোলা হয়। তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিস। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত আছে সেই তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিস।