অবতক খবর,২৩ জানুয়ারি: সাপ্তাহিক সংবাদপত্র এইকালের রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে তিনদিন ব্যাপী আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ২০ ও ২১ জানুয়ারি নৈহাটি সাজবাতি ও এইকালের যৌথ উদ্যোগে নৈহাটির ঐকতান প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর ২২ জানুয়ারি এই কালের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
পাশাপাশি এই দিন সন্ধ্যায় নৈহাটি সাজবাতি প্রযোজিত প্রয়াত মনোজ মিত্রের ‘কেনারাম বেচারাম’ নাটকটি পরিবেশিত হয়। এই নাটকে পুলিশের চরিত্রে অভিনয় করেন নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনৎ দে।
এই কালের সম্পাদক শোভনলাল রাহা বলেন ” দীর্ঘ ২৫ বছর ধরে আমাদের এই সাপ্তাহিক সংবাদপত্র এই মহকুমার সর্বাধিক প্রাচীন চলমান সাপ্তাহিক খবরের কাগজ। সংবাদপত্রের রজত জয়ন্তী উপলক্ষে আমরা গুণীজন সংবর্ধনার আয়োজন করেছিলাম।
এই কালের মঞ্চ থেকে ‘এইকাল কর্মবীর’ সম্মানে ভূষিত করা হল নর্থ জোনের ডেপুটি পুলিশ কমিশনার আইপিএস গনেশ বিশ্বাস ও দৈনিক কাগজ যুগশঙ্খ -এর সম্পাদক চিন্ময় কুমার দাসকে। এইকাল ‘দিশারী’ সম্মানে ভূষিত করা হল নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনৎ দে ও ক্যালকাটা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিককে। ‘এইকাল সমরেশ বসু স্মারক সম্মান’ প্রদান করা হল আবতক -এর অন্যতম কর্ণধার ও সহ-সম্পাদক রঞ্জন ভরদ্বাজকে।”
এইকালের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ও বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ড. রতন কুমার নন্দী, আঞ্চলিক ইতিহাসবিদ কানাই পদ রায়, হালিশহরের উপ- পুরপ্রধান ড. হিমানীশ ভট্টাচার্য, নৈহাটি পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপ কুমার মন্ডল, ব্যারাকপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, শিক্ষাবিভাগের সিআইসি কানাই লাল আচার্য, নৈহাটির এসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পার্থ রঞ্জন মন্ডল, নৈহাটি থানার আইসি দেবাঞ্জয় সেন, বীজপুর থানার আইসি অংশুমান চক্রবর্তী, হালিশহর থানার আইসি সুব্রত ঘোষ, নিউ ব্যারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য, জেটিয়া থানার ওসি উত্তম কুমার সরকার, শিবদাসপুর থানার ওসি সমীর দাস, বর্ষিয়ান ডাক্তার ও সমাজসেবী শ্যামল চন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ।