এই তো আমার মায়েরা
তমাল সাহা
এইতো আমার মায়েরা
হাঁটছে জোরে বলছে জোরে
লড়াই হোক জোরসে আরো!
ভয় আমরা পাচ্ছি নাকো
চোখ রাঙানি যতই করো।
নারীহত্যার বিচার চাই
বিচার চাই! বিচার চাই!
নারী ধর্ষণের বিচার চাই!
বিচার চাই! বিচার চাই!
কি করবে রাষ্ট্র আমার?
এই রাষ্ট্র আমার গড়া
আমায় পরাবে হাতকড়া!
মানছি না, মানবো না
বিচার চাই!বিচার চাই!
লড়াই লড়াই, লড়াই চাই
লড়াই কভু থামবে না!
বিচার যদি তুচ্ছ করো
আমার রাষ্ট্র আমি ভেঙে দেবো
লড়াই চাই! লড়াই চাই!
আমার অধিকার! আমি কেড়েই নেবো।