এই দেশ এই সময়
তমাল সাহা

১)অসভ্যতা

কত আর নগ্ন হবে তুমি
ওই শরীরের নিম্নদেশ পর্যন্ত!
এ দেখে অভ্যস্ত হয়ে গেছি
এর চেয়েও বেশি চাই
কেঁপে উঠুক দিক দিগন্ত।

তুমি কত অসভ্য হতে পারো
বাঁধাও দাঙ্গা
এর চেয়ে আর কত উলঙ্গ হবে তুমি?
তুমি এখন অপূর্ব সুন্দরী নাঙ্গা!

২) নোবেলজয়ীদের প্রতি

নোবেলজয়ী তোমরা
তোমাদের আন্তর্জাতিক খ্যাতি।
ভয় পাচ্ছ কি কোনো
সোচ্চারে যদি বলো কি জানি কি ক্ষতি?

গালে হাত দিয়ে কি ভাবো তোমরা?
কাগজে কাগজে কত চিন্তান্বিত ছবি।
উন্নয়ন যথার্থ নয়, শুধু দেখি প্রবন্ধে লেখো
প্রবন্ধে কি হয় কি জানি?
আমরা তো শূন্য পেটে থাকি।

রাষ্ট্রকে কেন অভিযুক্ত করোনা
বুঝতে এখনো বাকি!

৩) শুধু মানুষ

তুমি আমাকে ভালোবাসো
এর মানে
তুমি আমাকে ভালোবাসো না
আমার মধ্যে মানুষটাকে ভালোবাসো

আমি তোমাকে ভালোবাসি মানেও তাই
তোমার মধ্যে আমার মানুষটাকে দেখতে পাই

মানুষ ছাড়া
আর কাউকে ভালোবাসা যায় নাকি,
দূরছাই!

৪) আন্তর্জাতিক

জল বেচো জমি বেচো জঙ্গল‌ বেচো
বেচো পাহাড়-পর্বত খনিজ
বেচো বিমানবন্দর অস্ত্রাগার রেল ব্রিজ
এবার দাও বেচে বেচারাম
দেশপ্রেমিক সৈনিক!

পৃথিবীর শ্রেষ্ঠ বেচারাম বলে
ইতিহাসের পাতায় লেখো নাম–
হয়ে ওঠো ঐতিহাসিক আন্তর্জাতিক!