সেই মহান নাট্যকারের আজ মৃত্যুদিন।
তার বাংলা নাটক প্রথম ইংরেজিতে অনূদিত হয়।
কৃষক সংগ্রাম বিধৌত সেই নাটক

একটি নাটক একজন নাট্যকার
তমাল সাহা

একটি নাটকেই দুনিয়া তোলপাড়
ঢেউয়ে উত্তাল সাগরের এপার-ওপার।

বিষয় তো সেই চাষা-কিষান
কলম হাতে দীনবন্ধু আগুয়ান।
নীলকর সাহেবের অত্যাচার নিপীড়ন
ক্ষেত্রমণি সাধুচরণ তোরাপ চরিত্র–
নাটকে সে এক বিশাল বিস্ফোরণ!

রেভারেন্ড জেমস লঙ,
রেভারেন্ড মানে তো শ্রদ্ধেয়–
সে এক দুর্ধর্ষ সাহেব, সাহসী স্পর্ধাবান–
নাটকের ইংরেজি অনুবাদক, বলে,
ইংরেজ কতটা সুসভ্য দেখে যান!

জেমস লঙকে জরিমানা?
নাটককে করে আরো মর্যাদা দান।
কে দেবে জরিমানা!
ছুটে এলো সিংহ বিক্রমে সেই হুতোম প্যাঁচা
একটির পর একটি ঘটনা–
ভাঙতে থাকে সাম্রাজ্যবাদের ধাঁচা।

দীনবন্ধু দীনের বন্ধু
প্রতিবাদী নাট্যকার কৃষকের মিত্র।
হিম্মতদার বুক, শানানো কলম
তুলে ধরে ভারতের ইতিহাস–
কৃষক শোষণের চিত্র।