অবতক খবর,৯ অক্টোবর,জলপাইগুড়ি: একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বেদম প্রহার করা হল জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েত প্রধান হেমব্রমকে। ঘটনায় আহত এক পুলিশ কর্মী সহ আরও বেশ কয়েকজন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রধান হেমব্রম ও কোতোয়ালি পুলিশের এএসআই। দুজনকেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রাতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। শনিবার 144 ধারা জারি ইন্দ্রাগান্ধী কলোনী থেকে গোশালা মোর পর্যন্ত। এলাকায় বিশাল পুলিশ বাহিনী গড়ে ও র্যাফ।
বেদম প্রহারে তাঁর মাথা, মুখ সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত রয়েছে। ঘটনার পর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রধান হেমব্রমকে। জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরেই প্রধানের দায়িত্বে রয়েছেন প্রধান হেমব্রম। এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবেও পরিচিত রয়েছেন তিনি। তাঁকে এভাবে মারধর করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে জেলা পুলিশ ও প্রশাসনিক মহলে। চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও। এই মারধরের ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, একটি দুর্ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। ঘটনায় আহত হয়েছেন একজন পুলিশ অফিসার। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।