অবতক খবর,২৬ আগস্টঃ একটি বিরল প্রজাতির মাছ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার বেথুয়াডহরি মাছ বাজারে। গতকাল সকালে নাকাশিপাড়া দাদুপুর পাঁচানি পাড়ার এক মৎস্য ব্যবসায়ী দীপঙ্কর রাজবংশী সকাল বেলায় পাটুলি গঙ্গা থেকে একটি বড় সাইজের কাতলা মাছ উদ্ধার করেন। জালে ওঠার পর দেখা যাক কাতলা মাছ বিরল প্রজাতি।
যার পাখনা গুলি অত্যাধিক বড় এবং রঙিন পাখনা যা দেখতে মানুষের ভিড় জমে যায়। মৎস্য ব্যবসায়ী দীপঙ্কর রাজবংশী জানান এই মাসটি তিনি পুনরায় গঙ্গায় ছেড়ে দেবেন যদি মানুষকে এখনো জীবিত রয়েছে এত সুন্দর মাছটি তিনি কেটে বিক্রি করতে চান না তার এই নির্লোভ মানসিকতার পরিচয় খুশি ক্রেতারা।