আজ এ পি জে আবদুল কালামের প্রয়াণ দিবস

একটি মানুষ অনেক কথা
তমাল সাহা

তুমি বলেছিল বিতর্কতই জীবন
মৃত্যূকে মুঠো করে এখানে আগমন।

তুমি যখন রাষ্ট্রপতি
তথন তোমার পোশাকআশাক
কেশসজ্জা নিয়ে কত ব্যঙ্গ!
তোমার জীবন সংগ্রাম প্রজ্ঞা
ছিল না আলোচনার অনুষঙ্গ।

ধনঞ্জয়ের ফাঁসি,
পোখরান পরমাণু বিস্ফোরণ–
কত বিতর্ক, সোচ্চার আলোচনা!
তুমি কিসের অন্নদাতা!
দেশের মানুষ নিরন্ন, খেতে পায়না?

হে মিসাইলম্যান!
তুমি লিখেছো কত বই!
দ্য লুমিনাস স্পার্কস
উইংস অব ফায়ার—
রেখে গেছো উজ্জ্বল উপহার।

তুমি বলে গেছো কত কথা
জীবনের অমোঘ সত্য, বাস্তব উচ্চারণ,
উদ্ধৃতির মাত্রা পেয়ে,
সেসব এখন অমূল্য রতন।

ভারতের এক আশ্চর্য মানুষ তুমি!
আমাদের বুদ্ধি গেছে ঘেঁটে
আমরা হস্তিমূর্খ, বুঝি একটু লেটে!