অবতক খবর , অভিষেক দাস , মালদা :- এ যেন এক অবাক কান্ড। একটি সরকারি স্কুল ভবন দিনের আলোয় উধাও মালদায়। শিক্ষক রয়েছে ছাত্র-ছাত্রী ও রয়েছে কিন্তু হঠাৎই বেপাত্তা গোটা স্কুল ভবনটি ।

গোটা ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে । তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তার সন্ধানে এখনো ব্যর্থ জেলা প্রশাসন । আর এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজার পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে ।

১৯৬৯ সালে এলাকার দুস্থ পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছিল ছাত্রবন্ধু প্রাথমিক বিদ্যালয় । এতদিন এই প্রাথমিক বিদ্যালয় ঠিকঠাকভাবে চললেও বেশ কয়েকদিন আগে হঠাৎই এই ভবনটিকে ভেঙে দেওয়া হয় ।

 

স্থানীয় বাসিন্দারা ভেবেছিলেন হয়তো পুরনো ভবনটিকে ভেঙ্গে নতুন করে আবারো তৈরি করা হবে । কিন্তু সেরকমটা না হওয়ায় স্কুলের শিক্ষক শিক্ষিকারা জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শককে জানান । জেলা পরিদর্শক তদন্ত করে দেখার পর ইংরেজ বাজার থানায় গোটা ঘটনার বিবরণ জানিয়ে অভিযোগ জানান ।

অভিযোগ জানান জেলা সদরের এসডিও নিজেও । ঘটনার পরে পুলিশের তরফে সরকারি সম্পত্তি ভাংচুরের একটি মামলা রুজু করা হয় । যদিও এ ঘটনার সাথে কারাযুক্ত এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারেননি জেলা প্রশাসনের আধিকারিকরা ।