১লা ফেব্রুয়ারী: মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে এবং পৌর পিতা ইন্দ্রজিৎ ধরের ব্যবস্থাপনায় মুর্শিদাবাদ পৌরসভা পরিচালিত নেতাজি আবাসনে একদিকে চলছে দুয়ারে সরকার এবং অপরদিকে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। পৌর পিতা ইন্দ্রজিৎ ধর তিনি জানান গত ২৪ শে জানুয়ারি থেকে মুর্শিদাবাদ পৌরসভার ব্যবস্থাপনায় শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির।
আজ পহেলা ফেব্রুয়ারি এই শিবিরের শেষ দিন। আজকে পৌরসভা পরিচালিত নেতাজি আবাসে দুয়ারে সরকার শিবিরে এক নম্বর ওয়ার্ড থেকে ষোল নম্বর ওয়ার্ডের মানুষের ভিন লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরো জানান রেকর পরিমাণ আবেদন পত্র লক্ষীর ভান্ডারে জমা পড়েছে । ৩৭টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধার জন্য এই শিবিরে আবেদন গ্রহণ করা হচ্ছে।
তিনি আরো বলেন 16 টি ওয়ার্ডের মানুষের জন্য বিনা ব্যয়ে আজ নেতাজি আবাসের এক নম্বর গেটের ভিতর শুরু হয়েছে স্বাস্থ্যশিবির এই স্বাস্থ্য শিবিরে এখনো পর্যন্ত শতাধিক মানুষের কাছাকাছি নাম লেখানো হয়েছে তাদের প্রেসার মেপে অন্য টেবিলে ডাক্তারের কাছে পাঠানো হচ্ছে। সেখান থেকে ডাক্তারবাবু দেখার পর যদি কোন কোন মানুষের হাটের অসুবিধা দেখা যায় তাহলে পরবর্তীতে মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।