অবতক খবর,২৯ আগস্টঃ মন্তেশ্বরব্লকে সিজনা অধিবাসী ক্লাব ও উজনা সিধু কানু ক্লাবের পরিচালনায় স্বর্গীয় সুবীর টুডু স্মৃতির উদ্দেশ্যে রবিবার একটি একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়।

পূর্ব বর্ধমানজেলার বাহিরে সহ জেলার নানান প্রান্তের ষোলো টি দল নিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়েছে সিজনা , উজনা পঞ্চপাড়া হাই স্কুল খেলার মাঠে। চূড়ান্ত পর্বের খেলায় মেমারির কাঁঠালগাছি আদিবাসী সবুজ সংঘ টাইব্রেকারে কুবাজপুর আদিবাসী সংঘকে ৫-২গোলে পরাজিত করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে কুবাজপুরের রবি টুডু এবং প্রতিযোগিতা সেরা হয়েছে কাঁঠাল গাছির শেখ সিরাজ। খেলার এক উদ্যোক্তা বলেন এখনকার ছেলেরা খেলার মাঠে আসতে আসছে অনীহা প্রকাশ করে । তাই ছেলেদের মাঠমুখী করতে এই উদ্যোগ। খেলা দেওয়ার এক উদ্যোক্তা আমাদের কি জানালেন দেখুন।