অবতক খবর , উত্তর দিনাজপুর : চোপড়া ব্লকের ঘিরনিগাঁ গ্রাম পঞ্চায়েতের চাকলাগছে একদিবসীয় নৈশ নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বাতাসুগছ ইয়ং স্টার ক্লাব। এদিনের এই ক্রিকেট টুর্নামেন্টে প্রতিযোগিতায় মোট ৩০ টি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
ক্লাব সম্পাদক জাকির হোসেন বলেন নৈশ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে পেরে আমরা খুব খুশি। বর্তমান প্রজন্মের যুবকদের খেলার প্রতি আকৃষ্ট করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বর্তমান স্মার্ট ফোনের যুগে মাঠে খেলাধুলার পরিবেশ হারিয়ে যেতে বসেছে। ছাত্র ছাত্রী এবং যুবরা মাঠে খেলার পরিবর্তে মোবাইল ফোনে খেলায় ব্যস্ত। এর ফলে একদিকে যেমন তারা শারীরিক ভাবে দূর্বল হয়ে পড়ছে, অন্যদিকে মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছে। তাই যুবদের মাঠে ফেরাতে এবং খেলায় অংশগ্রহণ করানোর জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আযহারুদ্দিন মহাশয়। তার হাত ধরেই এই খেলার উদ্বোধন করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্হানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য, নজরুল ইসলাম,আসরাফুল হক সহ আরো অনেকে।