অবতক খবর,২৮ মার্চ,নববারাকপুর : একবার জিতিয়ে দেখান,জেতার পর কি হয় দেখুন। যারা বুথে মন্ডলে যে যেখানে কাজ করছেন। নিষ্ঠা ভালোবাসা দিয়ে শেষ বার চেষ্টা করুন। বিজেপি কে জেতান। জেতার পর দেখবেন কি হয়। সবই কেন্দ্রের হাতের মুঠোর মধ্যে করতে দিচ্ছে না। উজ্জ্বল বাংলা হবে। শিল্প আসবে। দলে অনিশ্চয়তা চলছে। সভাপতি হয় নি। দরকার নেই। নতুন পুরাতন সবাই একসাথে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করুন। জিততে হবেই। পারবেন কিনা হাত তুলবেন না।
ওসব শুনতে চাই না। জোরগলায় বলছি জিততে হবেই। তার কারন একটা বাংলাদেশ ভেদাভেদ নয়। যদি না জিততে পারেন পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি বলে কেউ থাকবে না। অন্য পার্টি কি করছে না করছে তাদের কথা জানি না। বিজেপি জিতবে বাঙালি থাকবে না এটা কিন্তু বললে চলবে না। বিজেপি তৈরি হয়ে বসে আছে। কিন্তু না ভেবে জিতুন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নববারাকপুর কৃষ্টি প্রেক্ষাগৃহে বিজেপির কলকাতা উত্তর শহরতলির জেলার উদ্যোগে বসন্ত মিলন অনুষ্ঠানে উপস্থিত থেকে কথা গুলি বলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বলেন বিজেপি এমন একটা পার্টি ধৈর্য হারালে চলবে না। পার্টি কে জেতান। এটা কোনদিন ভাববেন না সভাপতি হয়ে ঘরে বসে থাকবেন। ওসব ছেড়ে দিন। তৃনমূল থাকলে হিন্দু দের রাজ করতে দেবে না। হাম সনাতনী হ্যায়। সনাতনীর মাটিতে ভগবান জন্ম দিয়েছেন। সনাতনীর ঘরে মৃত্যু হবে।
শেষ বার বলছি বিজেপি কে জেতান। যদি কোন বাধার মুখে পড়েন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন।যদি সত্যিকারের বাধার মুখে পড়েন কোন ভয় পাবেন না। বিনা দ্বিধায় বলছি ভয় পাবেন না সাহস করে ঝাপিয়ে পড়ুন। জিতিয়ে দেখান। আমার পিছনে অনেক বড় হাত আছে। উপস্থিত ছিলেন বিজেপির কলকাতা উত্তর শহরতলির জেলা সভাপতি আইনজীবী চন্ডীচরন রায়, মুখপত্র রুদ্রনীল ঘোষ, প্রাক্তন বর্ষীয়ান নেতা কামেশ্বর তেওয়ারি, জেলা ইনচার্জ সন্দীপ ব্যানার্জি, প্রাক্তন সভাপতি গোপাল সরকার, মানস ভট্টাচার্য, কিশোর কর প্রমুখ রাজ্য নেতৃত্ব রা।