অবতক খবর,৪ অক্টোবর,বাঁকুড়া:- একশোর অধিক মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতের তুলে দিল বাঁকুড়া জেলা পুলিশ।

আবারও বড় সরো সাফল্য অর্জন করল বাঁকুড়া জেলা পুলিশ । সোমবার একশর অধিক উদ্ধার হওয়া মোবাইল মালিকদের হাতে তুলে দিলো বাঁকুড়া জেলা পুলিশ । এর পাশাপাশি বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে একটি মোবাইল অনুসন্ধান অ্যাপ চালু করা হলো । এর ফলে সাধারণ মানুষরা ভীষণ ভাবে উপকৃত হবেন । আগামী দিনে যাদের মোবাইল হারিয়ে যাবে তাদের আর থানায় এসে লিখিত অভিযোগ জানাতে হবে না । ওই অ্যাপের মধ্যে সঠিক তথ্য দিয়ে সহজেই অল্প সময়ে মিসিং ডায়েরী করতে্পারবেন এবং পুলিশের কাছে তথ্য পৌঁছে যাবে । জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত সাধারণ মানুষদের মোবাইল হারিয়ে গিয়েছিল সেই মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়া হল সোমবার । মোবাইল ফিরে পেয়ে খুশি সকলেই । বাঁকুড়া জেলা পুলিশের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন ।

বাঁকুড়া পুলিশ সুপার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান , এই অ্যাপের মধ্য দিয়ে অল্প সময়ে সাধারণ মানুষ মিসিং ডায়েরি করতে পারবে এবং দ্রুততার সঙ্গে আগামী দিনে মোবাইল উদ্ধার করা সম্ভব হবে এর ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ ।