অবতক খবর,৮ আগস্ট: রাজ্যপালের মন্তব্যের প্রেক্ষিতে বক্তব্য, ‘ওনার বক্তব্যের সঙ্গে আমি সহমত নই। ভারতে অনেক রাজ্য আছে, যেমন মণিপুর। সেখানে গিয়ে বলুন। আমি ওনার সঙ্গে সহমত হতে পারব না।’

৪ জন শিক্ষককে গ্রেফতার করেছে CRPC-র ধারায়। যিনি দুর্নীতিগ্রস্ত, যিনি ঘুষ নেন এবং দেন, তারা একইভাবে অপরাধী। তবে, এই মুহূর্তে চরাম চরাম অর্ডার পাস হচ্ছে।

ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটি ল’জ (সংশোধনী) ২০২৩ বিলের ওপর ওরা আলোচনা করেছে। কেন রাজ্যপালের কাছে যাবেন? আর রাজ্যপাল ওদের কথায় প্রভাবিত হলে এটা গণতান্ত্রিকভাবে চলবে না।

রাজ্যপাল তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে মত প্রকাশ করেছেন। তাঁর কোনও উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য নিয়ে কথা বলছেন।

রাজ্যপালের আগে বাংলা শেখা উচিত। রবীন্দ্রনাথকে কোট করছেন। তার অন্তর্নিহিত তাৎপর্যটা বুঝুন।