অবতক খবর,১১ নভেম্বরঃ নন্দীগ্রামে তৃনমুলের অভিযোগ-চাকর বাকরদের কথার উত্তর দেবো না। তাদের মালিককে হারিয়েছি। মানুষ,জনতার রায় শেষ কথা। চাকরগুলোর মেরুদণ্ড নেই,গিরগিটির মতো রঙ পালটায়। নবান্ন বললে এরা দৌড়ায়। তাই এদের কথার কেন উত্তর দেবো।
গাড়ি তল্লাসি-আয় বহিঃভূতি টাকা থাকলে চেক করতেই পারে। আমি বলছি ভিডিওগ্রাফি করে ম্যাজিস্ট্রেটকে নিয়ে তল্লাশি করতে হবে। যদি পাওয়া না যায় মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আমরা বললে শান্তিনিকেতনে টাকা আছে, সেটাও তল্লাসি করতে হবে। আইপিসি সবার জন্য এক।
আর্থিক পরিস্থিতি-রাজ্য পুলিসকে বলা হয়েছে ১০ হাজার কোটি টাকা তুলে দিতে। ডিসেম্বর থেকে মাইনে দিতে পারবে না। ডিএ যদি কর্মচারীদের তরফে চলে এলে নিজেরাই বলেছে বিপর্যয় হবে। এই সরকার দেউলিয়া সরকার।
ডেঙ্গু-সরকারের তৎপরতার অভাবে ডেঙ্গু বাড়ছে।
পুলিশ কী রসগোল্লা ছুড়বে-অরুনিমা পাল কাউকে কামড়াচ্ছে এটা তো দেখা যায় নি,ছবিতে কোথাও দেখা যায় নি অরুনিমার দাঁত ওই পুলিসের দেহ স্পর্শ করছে। এদের আমি দেখেছি নবান্ন অভিযানের দিন। আমি ডোন্ট টাচ মাই বডি বলেছিলাম আমি চিনি বলে কামড়াতে পারে নি।অরুনিমা গ্রামের মেয়ে জানে না। সময় ধরুন বিপর্যয় হবে,৮ এর ওপর হলে থরথর করে কাঁপে।