নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ইসলামপুর :: ডিজেল ও পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতে হবে, পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের নিরাপত্তার দাবি পূরণ করতে হবে এবং পঞ্চায়েতে পঞ্চায়েতে দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে তিন দফা দাবিকে সামনে রেখে শুক্রবার গোয়ালপোখরের বিডিওকে যৌথ ভাবে স্মারকলিপি দিল সিপিএম এবং কংগ্রেস ।
এদিন স্থানীয় কংগ্রেস কার্যালয় থেকে সংগঠনের নেতা মাসুদ মহম্মদ নাসিমের এহেসানের নেতৃত্বে এবং সিপিএমের দলীয় কার্যালয় থেকে সাফিউর রহমানের নেতৃত্বে মিছিল করে তারা পৌঁছান বিডিও অফিসে। সেখানে যৌথভাবে সংশ্লিষ্ট বিষয়ে বিডিও কে স্মারকলিপি দেওয়া হয় ।
যৌথ কমিটির পক্ষ থেকে কংগ্রেস নেতা মাসুদ মহম্মদ নাসিম এহেসান জানান, অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এই দাবি পূরণের ক্ষেত্রে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। দাবি পূরণ না হলে তারা দীর্ঘ আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ।