অবতক খবর,১৪ ফেব্রুয়ারী : রেল যাত্রীদের সুবিধার্থে একাধিক দাবি-দাওয়া নিয়ে ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সাঁকো পাড়া হল্টে রেল অবরোধ। সকাল সাতটা নাগাদ রেল অবরোধ শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রেলওয়ে স্টেশনে জমায়েত করছেন।

সকাল পৌনে আটটা নাগাদ একটি মালগাড়ি আটকে দেয়া হয়েছে। এই মুহূর্তে অবরোধকারীদের সঙ্গে রেল কর্তৃপক্ষের দফায় দফায় আলোচনা চলছে। আজকের এই রেল অবরোধে নেতৃত্ব দিচ্ছেন শহিদুল মাস্টার।

যে সকল দাবি নিয়ে আজকের এই রেল অবরোধ সেগুলি হল সাঁকো পাড়া হল্টকে পূর্ণাঙ্গ স্টেশনের রূপ দিতে হবে। হাওড়া কাটিহার এক্সপ্রেসের স্টপেজ পুনরায় বহাল করতে হবে। যাত্রী পরিষেবার সুবিধার্থে রেলওয়ে স্টেশনের পরিকাঠামোর উন্নয়ন ঘটাতে হবে।