অবতক খবর,২৯ মার্চ: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়কে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দিলেন ইসলামপুরের ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানিজেশন অর্থাৎ ফিটোর সদস্যরা।
ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কানাইয়া লাল বোথরা প্রেসিডেন্ট, সুভাষ চক্রবর্তী সভাপতি সহ অন্যান্য সদস্যরা।
সাত দফা দাবি ভিত্তিক এই স্মারকলিপি প্রদান করা হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কে। ইসলামপুর শহর থেকে রাতে কলকাতার রকেট সার্ভিস, শিলিগুড়ি থেকে ইসলামপুর সন্ধ্যে ৭ টার পরে বাস সার্ভিস ,সহ ইসলামপুর থেকে লোকাল রুটে বাস পরিষেবা চালু করা সহ রায়গঞ্জের কর্ণজোড়া থেকে ইসলামপুরে বাস পরিষেবা চালু করার, সহ বিভিন্ন দাবিতে আজ ডেপুটেশন দেওয়া হয়। চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন এগুলো চালু করার ব্যাপারে খতিয়ে দেখা হবে ।
তিনি বলেন ইসলামপুর শিলিগুড়ি রুটে সিএনজি বাস পরিষেবা চালু করার ব্যাপারেও ভাবনা চলছে।