অবতক খবর,১২ ফেব্রুয়ারিঃ কামারহাটি টেক্সম্যাকো কারখানার বছর ৩৭ এর শ্রমিক সঞ্জয় রাজভরকে অসুস্থ অবস্থায় প্রথমে কামারহাটি ই.এস.আই. হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে সাময়িক চিকিৎসা করার পরে তাকে বি.পি.পোদ্দার হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বি.পি.পোদ্দার হাসপাতালে চিকিৎসা না হওয়ায় সেখান থেকে আবার এসআই হাসপাতালে পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ । ইএসআই হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসার পর সেই শ্রমিকের মৃত্যু হয় । তার জেরেই বিক্ষোভে ফেটে পড়েন তার পরিবারের লোকজন সহ কারখানার শ্রমিকরা ।

ই.এস.আই. হাসপাতালের ভেতরে বিক্ষোভ দেখান তারা । হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয় । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বরে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বেলঘড়িয়া থানা ও কামারহাটি থানার পুলিশ মোতায়ন করা হয়েছে । কর্তৃপক্ষের শাস্তির দাবি জানিয়েছেন শ্রমিকের পরিবারের লোকজন।