অবতক খবর , মুর্শিদাবাদ : আষাঢ় ও শ্রাবণ মাস মানেই বর্ষাকাল, আর শ্রাবণ মাস মেনেই শিবের মাস। এই শ্রাবণী বর্ষাতেই জিয়াগঞ্জ থানার অন্তর্গত আজিমগঞ্জ শহরের একটি অংশ আসানপুর গ্রাম ,আর এই গ্রামে ঘটে প্রাকৃতিক কিছু ভূমিক্ষয় এর মাধ্যমে বেরিয়ে আসা এক খন্ড পাথর। এই এক খন্ড পাথর কে ঘিরেই রঞ্জন মন্ডল নামক এক ব্যক্তির বাড়িতে প্রায় গত ১৫ দিন ধরে শুরু হয় প্রতিবেশীদের সাথে দ্বন্দ্ব ঝামেলা আজ আবার তাকে ঘিরেই সন্ধে সাড়ে ছটা নাগাদ শুরু হয় ঝামেলা হাতাহাতি-মারামারি ।
রঞ্জন মন্ডলের বাড়িতে ঝামেলা ও হাতাহাতি দেখে পাশেই থাকত মৃত পূর্ণিমা মন্ডল। তার দিদি ভাইয়ের বাড়িতে ঝামেলা দেখে এগিয়ে যাওয়াই সে দেখে তার ভাইয়ের মেয়েকে কারা যেন মেরেছে ও সে মাটিতে পড়ে আছে এই অবস্থায় সে ঝামেলায় ঢুকলে ও তাদেরকে বাধা দিতে গেলে প্রতিবেশী প্রসেনজিৎ মন্ডল, রঞ্জিত মন্ডল, শোভা মন্ডল ও কৃষ্ণ মন্ডল এই একই ফ্যামিলির চারজন মিলে পূর্ণিমা মন্ডল এর উপর চড়াও হয় ও তাকে পেছন থেকে আঘাত করা হয় লাঠি ও ইট পাথর দিয়ে ।
ওই অবস্থাতেই পূর্ণিমা মন্ডল মাটিতে লুটিয়ে পড়ে, ঠিক এই সময় পূর্ণিমা মন্ডল এর দুই ছেলে বিকাশ মণ্ডল ও রাজেশ মন্ডল এবং পূর্ণিমা মন্ডলের স্বামী ফেকু মন্ডল ওই স্থানে আসে। পূর্ণিমা মন্ডল কে মাটিতে পড়ে আছে দেখে ঐ অবস্থায় তারা তড়িঘড়ি ভ্যানে পূর্ণিমা মন্ডলকে আজিমগঞ্জ সদর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার পূর্ণিমা মন্ডল কে মৃত বলে ঘোষণা করে।