অবতক খবর,১৯ জুলাইঃ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে যাবার সময় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতিদের গুলিতে মৃত্যু হয়েছিল সিপিএম কর্মি মনসুর আলম। মনসুরের পরিবারের সেই ঘা আজও দগদগে রয়েছে। তারই মধ্যে ব্যাঙ্গালুরুতে এক টেবিলে মমতা ব্যানার্জী এবং সিপিএমের সর্বভারতীয় সাধারন সম্পাদক সিতারাম ইয়েচুরি দেখে মর্মাহত মনসুরের পরিবার।তারা বোঝে না জাতীয় রাজনীতি।

যাদের হাতে তার ছেলের মৃত্যু হয়েছে তাদের সঙ্গে দহমহরম কোনভাবেই মেনে নিতে পারছে না। সর্বাভারতীয় স্তরে প্রধানমন্ত্রী হিসেবে কোন মুখকে তুলে না ধরে মানুষকে ভাওতা দেবার জন্য বৈঠক করছেন। এই বৈঠক তারা মেনে নিতে পারছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হামলায় সিপিএম এবং কংগ্রেসের কর্মিরা মারা যাচ্ছেন। আজ সেই তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গে সিপিএম এবং কংগ্রেসের নেতারা বৈঠক করছেন।মোদির এই বক্তব্যকে সমর্থন করেছে নিহত মনসুরের দাদু মহ: গিয়াসুদ্দিন।

উল্লেখ্য,গত ১৫ জুন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে যাবার সময় চোপড়া ব্লকের কাঠালবাড়ি গ্রামে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতিদের হামলায় গুলিবিদ্ধ হয়েছিল মনসুর আলম নামে এক সিপিএম কর্মি। গত ২২ জুন শিলিগুড়িতে মনসুরের মৃত্যু হয়। শাসক দলের নেতারা এই ঘটনায় যুক্ত থাকায় পুলিশ ঘটনার তদন্তে অনিহা দেখাচ্ছেন। তারা ছেলেকে হত্যার ঘটনায় বিচার থেকে বঞ্চিত মনসুরের পরিবার। ঘটনার একমাস কাটতে না কাটতে সর্বভারতীয় নেতারা ঘাতক তৃণমূল কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠককে ভাল ভাবে নিতে পারছেন না।