অবতক খবর,১৬ আগস্ট: এক পার্টি অফিসের জমিকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে চরম বিবাদ ও উত্তেজনা দেখা গিয়েছে।

ঘটনাটি ইসলামপুর ব্লকের রামগঞ্জের বুগলি ডাংগী মোড় এলাকায়।

বুল্টুনর নামে এক ব্যক্তি বলে, গত ২০০৮ সাল থেকে এই জায়গায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আছে।
কিন্তু আলম নামে এক ব্যক্তি সে জমি দখল করে ওখানে দোকান করতে চাইছে।
সেটা হতে দেওয়া যাবে না। এই নিয়েই সমস্যা তৈরি হয়েছে।
এত পুরনো পার্টি অফিস কোন ভাবে সে ছাড়বে না বলে দাবি করে।

ব্লুলটুন বলে, আলম নামে ওই ব্যক্তি জোর করে তৃণমূল পার্টি অফিস জায়গায় নিজের দোকান করতে চাইছে। সে তার দোকানের উপরে তৃণমূল পার্টির অফিসের জন্য জায়গা দিতে চায়, কিন্তু সেটা মানবে না।

এই সমস্যার জন্য সে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এর পাশাপাশি সমস্যা মেটানোর জন্য স্থানীয় বিধায়ক আব্দুল করিম চৌধুরীর বাড়িতেও দুই পক্ষকে নিয়ে সালিশী বৈঠক হয়।
কিন্তু সমস্যার সমাধান হয়নি বলে দাবি।
বুলটু আরও দাবি করে, আলম নামে ওই লোকটি তাকে ও তার ছেলেকে এবং পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে, তাকে মারধরও করা হয়েছিল।

অন্যদিকে আলম বলে, তৃণমূল পার্টি অফিস কিছুদিন আগে ওখানে ছিল,সে জায়গাটা তার ওই জায়গাটি অন্য একটি রাজবংশী পরিবার থেকে কিনেছে, যেহেতু পার্টি অফিস একসময় ছিল তাই জন্যই সে তার দোকানের উপরে তৃণমূল পার্টি অফিসের জন্য জায়গা দিতে রাজি।

কিন্তু নিচে দোকান করে উপরে পার্টি অফিস দিতে চান। ওই জাগার পিছনেও তাদেরই জায়গা রয়েছে বলে আলম দাবি করে। ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে।