অবতক খবর,১৯ ফেব্রুয়ারী : এক ফোনে পুর পরিষেবায় সমাধানে নববারাকপুর পুরসভার ৮ নং ওয়ার্ডের পুর প্রতিনিধি তথা শিক্ষিকা শোভা রায়। বুধবার সকালে প্রতিদিন কার মতো ওয়ার্ডের রাস্তাঘাট ড্রেন নিকাশি আলো পরিদর্শনে বেরিয়ে ছিলেন পুর প্রতিনিধি। শরৎ চ্যাটার্জি রোডে প্রবীণ মহিলা ক্যান্সার রোগী আচমকাই ওয়ার্ডের পুর প্রতিনিধিকে দেখে বলেন দেখুন ড্রেনে নর্দমায় বহুদিনের জমা নোংরা আর্বজনা জমে জল নিকাশি অচলাবস্থা তৈরি হয়েছে।
পুর প্রতিনিধি দ্রুত এক ফোনে সকালের কাজে লেবারকে ডেকে নিকাশি ব্যবস্থার সমাধান করেন। ওয়ার্ডের নাগরিক পুর প্রতিনিধির চটজলদি কাজের প্রশংসা করেন। বলেন মাঝে মধ্যেই বাড়ির সামনে হাই ড্রেনে ময়লা আবর্জনা জমে থাকে। দ্রুত নিকাশির সমস্যার সমাধানে পুর প্রতিনিধির নজরদারিতে আমরা খুশি ও আনন্দিত ।