অবতক খবর,১০ অক্টোবরঃ বর্ষীয়ান রাজনীতিবিদের প্রয়াণে শোকের ছায়া দেশে।৮২ বছর বয়সে জীবনাবসান ঘটে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের।দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।গুরুতর অসুস্থ অবস্থায় গত সেপ্টেম্বর মাস থেকে গুরুগ্রামের বেদান্ত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২রা অক্টোবর CCU-তে স্থানান্তরিত করা হয়।
স্ত্রী বিয়োগের পর শ্বাসকষ্ট ও রক্তচাপজনিত সমস্যায় ভোগেন তিনি।দীর্ঘ অসুস্থতার পর শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে, গুরুগ্রামের বেদান্ত হাসপাতালে মৃত্যু হয় তাঁর।ভারতীয় রাজনীতির এই ক্ষতি অপূরণীয়।তাঁর প্রয়াণে শোকের ছায়া গোটা রাজনৈতিক মহলে।
বর্ষীয়ান রাজনীতিবিদের জীবন কথা :
উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদব ‘নেতাজি’ কিংবা ‘যাদব নেতা’ বলেই পরিচিত ছিলেন।রাম মোনহর লোহিয়ার ডাকে সাড়া দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন তরুণ মুলায়ম।এভাবেই রাজনীতিতে তাঁর হাতেখড়ির মাধ্যমে পথচলা শুরু হয়। ১৯৯২ সালে মুলায়ম সিং যাদব নিজের দল তৈরি করেছিলেন। BJP-কে রুখতে উত্তরপ্রদেশে জোট বাঁধেন বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে।তাঁর সরকারকে সমর্থন জানিয়েছিল কংগ্রেস এবং জনতা দলও। তাঁকে কেন্দ্র করেই গো বলয়ের হৃদয়পুরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ।পরবর্তীতে দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু পালাবদলের সাক্ষীও থেকেছেন তিনি।
অতঃপর রাজনীতিবিদ মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশে সাতবার সাংসদ পদে ছিলেন।তিনবার রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদের দায়িত্ব সামলেছেন তিনি।যুক্তফ্রন্ট সরকারের প্রতিরক্ষা মন্ত্রী পদেও নিযুক্ত ছিলেন মুলয়াম সিং যাদব।উত্তরপ্রদেশ থেকে ১০ বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজবাদী পার্টির এই প্রতিষ্টাতা। ২০০৯ সাল থেকে আমৃত্যু পর্যন্ত মৈনপুরী লোকসভা কেন্দ্রের সাংসদ পদে ছিলেন তিনি।
বৃহস্পতিবারই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার অবস্থা অতি সংকটজনক।ওষুধে সারা দিচ্ছিল না তার শরীর।চিকিৎসকদের সমস্ত রকমের চেষ্টার পর ও শেষ রক্ষা হলো না।বিশিষ্ট রাজনৈতিক মুলায়ম সিং যাদবের ছেলে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আজ সকালে টুইট করে জানান “আমার শ্রদ্ধেয় বাবা, সকলের নেতা আর নেই।”।
তাঁর প্রয়াণে সঙ্গেই ইতি পড়ল জাতীয় রাজনীতীর এক অধ্যায়ের।