অবতক খবর , সম্পা ভট্টাচার্য্য , জলপাইগুড়ি :- জঙ্গলে মাকে হারিয়ে জাতীয় সড়কের ধারে পাগলের মতো ঘুরে বেরাচ্ছিল এক মাস বয়সের একটি হস্তিশাবক। কিন্তু বনদপ্তরের তৎপরতায় রবিবার দুপুর আড়াইটে নাগাদ উদ্ধার করা হলো হস্তিশাবকটিকে।আলিপুরদুয়ারের ব্যাস্ততম ৩১/সি জাতীয় সড়কে দ্রুতগামী যানবাহনের হাত থেকে কার্যত প্রাণে বেঁচে গেল হস্তিশাবকটি।

এদিন আলিপুরদুয়ারের বক্সা ফরেস্ট রেঞ্জ অফিস ও নিমতি রেঞ্জ অফিসের তৎপরতায় জাতীয় সড়কের কাছে পোরোবস্তির জঙ্গলের ধারে একটি কালভার্টের পাশ থেকে উদ্ধার করা হয় শাবকটিকে।বনদপ্তর সুত্রে জানা গেছে, মা হাতিটি ভোর থেকেই শাবকটিকে হারিয়ে ফেলে।

তাই শাবকটি পাগলের মতো ঘুরে বেরাচ্ছিল । পোরো বস্তির বাসিন্দারা নদীতে স্নান করতে যাওয়ার পথে শাবকটিকে দেখতে পান। শাবকটিকে দেখতে স্থানীয় বস্তিবাসীরা ভিড় জমান ৷তাঁরাই বনদপ্তরে খবর দেন।তারপর বন কর্মিদের তৎপরতায় শাবকটিকে উদ্ধার করা হয়।