অবতক খবর,৮ সেপ্টেম্বর,বাঁকুড়া:- বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুর মানেই ইতিহাস আর শিল্পের এক মেলবন্ধন। আর ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এখানে রকমারি বালুচরি শাড়ি। আর এক শাড়িতে লণ্ঠন, দশাবতার তাস সহ জেলার সব শিল্পকে তুলে ধরে আরো একবার ইতিহাস ও শিল্পকে এক মঞ্চে এনেছেন বিষ্ণুপুরের তাঁত শিল্পী অমিতাভ পাল।
তাঁর একটি বালুচরি শাড়িতে তিনি তার নিপুণ হাতে ফুটিয়ে তুলেছেন বিষ্ণুপুরের লণ্ঠন শিল্পের চিত্র, ঐতিহাসিক মল্ল রাজাদের দশাবতার তাসের চিত্র, বিকনার ডোকরা শিল্পের ময়ূর, পাঁচমুড়ার ঘোড়া এবং রাজগ্রাম ও গোপীনাথপুরের তাঁতের গামছার চিত্র। এছাড়াও এই শাড়িতে উল্লেখযোগ্যভাবে কোরোনা যুদ্ধের প্রতীক হিসেবে শিল্পী তুলে ধরেছেন লাল ও কালো রঙের প্লাস চিহ্ন। এর পাশাপাশি শাড়ির আঁচলে রয়েছে বিষ্ণুপুরের একটি সুপ্রাচীন শঙ্খ শিল্প এবং রয়েছে মল্ল রাজাদের রাজ বেশে একটি পটো চিত্র । আর এই শাড়ির নামটিও তিনি রেখেছেন অনন্য উপায়ে। শাড়িটির নাম রেখেছেন ‘কারুকলা’।
উল্লেখ্য, এর আগেও অমিতাভ পালের হাতে তৈরি হয়েছে এরি, রেশমী, মুগা, তিন কন্যা,পঞ্চাশ হাজারী, এক লাখ ও দেড় লাখির অনন্য সব মেঘলা বালুচরী শাড়ি।