অবতক খবর,২৩ ফেব্রুয়ারী: ইসলামপুর: একটি বেসরকারি স্কুলের ভর্তি করার প্রায় এক মাসের মধ্যে এক সপ্তম শ্রেণীর পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
মৃত ওই পড়ুয়ার নাম মহম্মদ আসরাফ (১৪)। বাড়ি ইসলামপুর শহরের ছশিয়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে ছেলে এক মাস আগে ডালখোলা থানার এন জেট মেমোরিয়াল পাবলিক স্কুল নামে একটি বেসরকারি স্কুলে ভর্তি করে আসরাফকে।
শনিবার রাতে স্কুল কর্তৃপক্ষ আসলে পরিবারকে জানাই তার ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এরপর আশরাফকে প্রথমে স্থানীয় চিকিৎসার নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থা অবনতি হলে বিহারের কিষানগঞ্জ মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আসরাফ কে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে আসরাফকে মৃত্যু বলে ঘোষণা করে চিকিৎসক।
তবে কিভাবে ওই পড়ুয়ার মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ মৃতদরতি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।