এক সাংবাদিক
তমাল সাহা

রাষ্ট্রের দখলে সব মিডিয়া
শাসক আধিকারিক দিচ্ছে শেখানো বুলি।
সবই শুনছি আমরা উদ্বাহু তূলি।
তোমার জবাবদিহি তো সরাসরি
জনগণের সঙ্গে।
তুমি কেন প্রশ্রয় দেবে রণভঙ্গে।
পাঁচে পঞ্চবাণ, চারে দিক
তোমার বাণ তো ছুটে যায় সর্বত্র
দিক থেকে দিগন্ত,তুমি সাংবাদিক!

এখন দেশ চলে মিথ্যার বেসাতিতে
মৃত্যুসংখ্যা কম দেখায় গুনতিতে।
শ্মশানে গোরস্থানে পুণ্যতোয়া চড়ায়
পরিপূর্ণ মানুষের মৃতদেহ-শব।
রাষ্ট্র উলঙ্গ– পুরুষ বা নারী
দেখা যায় তার ঊর্ধ্বাঙ্গ নিম্নাঙ্গ সব।

দেশ জুড়ে সাদা নীল গেরুয়া সাংবাদিকতা
দুহাত ভরে দিচ্ছে টাকা কর্পোরেটীয় পিতা।
তোমায় বিরুদ্ধে
হলুদ সাংবাদিকতার নেই অভিযোগ।
শেষে গ্রেপ্তার তুমি, করোনার প্রকোপ!

তুমি নিজের চোখে মেখেছো কালি- অঞ্জন!
কি দায় তোমার রাষ্ট্রকে করবে মনোরঞ্জন?