হায়! দাঙ্গা। মানুষকে কত নীচু করে! মনুষ্যত্বের অপমান, মানবতার অবমাননা কতদূর যায়! ডোমেরা একের পর এক পচা ফোলা লাশ তুলে আনে। মানুষের লাশগুলি পড়েছিল নর্দমায়!!!!
এগারোটি লাশ নর্দমায়
তমাল সাহা
এগারোটি লাশ ড্রেনে পড়ে আছে
এগারোটি শব ড্রেনে পড়ে আছে
এগারোটি মৃতদেহ ড্রেনে পড়ে আছে।
রাস্তায় রণক্ষেত্রে পড়ে থাকে মৃতদেহ শব লাশ…
শুনেছি বারবার, দেখেছি অনেকবার
এগারোটি মানুষ মড়া হয়ে পড়ে রইল নর্দমায় এবার।
নর্দমা মানে ড্রেন, ড্রেন মানে নর্দমা
এ তো জানি
এবার নর্দমার সঙ্গে মানুষের গভীর সম্পর্ক লিখবেন কোনো সমাজবিজ্ঞানী।
খুন করে লাশ,
হত্যা করে মৃতদেহ
কোতল করে শব
ফেলবে কোথায়?
নর্দমায়! নর্দমায়! নর্দমায়!
মনুষ্যত্বের অবমাননা,
মানবতার অপমান
পৌঁছে গেছে চুড়ান্ত পর্যায়।
আমার মা ভারতবর্ষ!
চোখে জল নিয়ে হাঁটু মুড়ে বসে কান্নায়।
কত প্রজন্ম তার খুন হয়ে গেল
অহেতুক দাঙ্গায়!