অবতক খবর :: শিলিগুড়ি :: এটিএম লুট করতে গিয়ে ধরা পড়ল পাঁচজন। উদ্ধার গ্যাস কাটার। উদ্ধার আগ্নেয়াস্ত্র। উদ্ধার অক্সিজেন সিলিন্ডার ও এলপিজি সিলিন্ডার।
বড় সরো সাফল্য পেল অসমের ধুব্রি পুলিশ। অসমের ধুব্রি পুলিশ গতকাল রাতে এটিএম লুটের চেষ্টার ঘটনায় ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি চার চাকার গাড়ি, একটি মোটর বাইক, একটি পিস্তল, একটি এলপিজি ও অক্সিজেন গ্যাসের সিলিন্ডার।
ধুবরি পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দুষ্কৃতীরা গৌরীপুর বাজারে একটি এটিএম লুটের চেষ্টা চালাচ্ছিল বলে জানা গেছে। পুলিশের নজরে তারা ছিলো অনেকদিন ধরেই। আজ পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলে। এই অভিযুক্তরা অনেকদিন অনেক জায়গায় এটিএম লুঠের চক্রের সাথে জড়িত ছিলো বলে খবর পাওয়া গেছে।