অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- আবার ও ফারাক্কা এনটিপিসি পাওয়ার প্লান্ট এর গেটের সামনে তৃনমুল শাটডাউন শ্রমিকদের বিক্ষোভ ।বিক্ষোভকারীদের অভিযোগ কাহালগাঁও থেকে এক কোম্পানি কাজ পেয়েছে এই ফরাক্কা এনটিপিসি পাওয়ার প্ল্যান্টে, সেই কোম্পানি ভিনরাজ্য থেকে শ্রমিক নিয়ে এসে কাজ করাতে চাইছে।
যে সকল বহু শ্রমিকরা দীর্ঘ ১০ থেকে ১৫ বছর থেকে এই এনটিপিসি পাওয়ার প্ল্যান্ট এ কাজ করে চলেছেন তারা আজ কর্মহীন,এনটিপিসি কর্তৃপক্ষকে বারবার বলার পরে ও এখনো অবধি কোনো সমাধান হয়নি। তাই আজ তারা সমস্ত শ্রমিকদের নিয়ে ফরাক্কা এনটিপিসি পাওয়ার প্লান্টের প্রধান গেটের সামনে সকাল ৬ টা থেকে রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি পালন করে,এমন কি এই বিক্ষোভ চলাকালীন কোন এনটিপিসি কর্মীদেরও এনটিপিসি পাওয়ার প্ল্যান্টে ভিতরে ঢুকতে দেওয়া হয় নি।
আন্দোলন কারীদের দাবী যতোক্ষণ না তাদের দাবি পূরণ হবে না , ততক্ষন এই আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি ইজারাত আলি, তৃনমুল এর নেতা অরুনময় দাস, ইউনিওনের নেতা টিপু সুলতান সহ অন্যান্য কার্যকর্তারা।