অবতক খবর :: শিলিগুড়ি :: এন জে পী থেকে ঠিকসময় ছাড়ছে না স্পেশাল ট্রেন। এন জেপী থেকে কলকাতা একমাত্র একটি ট্রেনই ছাড়ছে।তাও ঠিকমতো নয়। যাত্রীরা এসে বসে থাকছেন ঘন্টার পর ঘন্টা অথচ ট্রেনের দেখাই নেই। অথচ এই একটি মাত্র ট্রেনের উপরই নির্ভর করে চলেছে গোটা উত্তরবঙ্গ।
যাদের তাড়া আছে কলকাতা যাবার তারাই একমাত্র কলকাতা যাচ্ছেন। তাও সামান্য মানুষই যাচ্ছেন। কিন্তুু পাওয়া যাচ্ছে না ট্রেন ঠিক সময় মত। এই নিয়েই গতকাল এন জেপীতে ষ্টেশন ম্যানেজারের ঘরে বিক্ষোভ দেখালেন যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ দেরী করে ট্রেন আসার ফলে কলকাতাতে ট্রেনও পৌছাতে দেরী হচ্ছে। এই বিক্ষোভ নিয়ে ষ্টেশন ম্যানেজারের সাথে কথা বলতে গেলে তিনি জানান একটু সমস্যা হচ্ছে। একটা ট্রেন চলবার ফলে অনেক কিছুরই সমস্যা হচ্ছে।