অবতক খবর,৩ আগস্ট:  রাখী পূর্ণিমা। আজ সকল বোন/দিদিরা তাদের ভাই/দাদাদের রাখী পরিয়ে তাদেল মঙ্গল কামনা করেন।

কিন্তু এবছর রাখী পূর্ণিমার এই উৎসব সম্পূর্ণ ম্লান হয়ে গেছে। করোনা ভাইরাস ভাইবোনের এই ভালবাসার মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভাইবোনের ভালবাসা,এই রাখী উৎসবের মেজাজ এতটুকু কমেছে বলে মনে হয় না। কারণ এখন মুখে মাস্ক এবং হাতে স্যানিটাইজার দিয়ে ভাইবোনের এই উৎসব চলছে।
এ তো গেল শুধু ভাই-বোনদের কথা।

কিন্তু প্রতিবছর বিভিন্ন রাজনৈতিক দলগুলিও সাড়ম্বরে এই রাখী বন্ধন উৎসব পালন করে।
কিন্তু এইবছর করোনা আবহেও এই উৎসব পালনে কোন ত্রুটি রাখল না তারা। সমগ্ৰ বীজপুর জুড়েই দেখা গেল বিভিন্ন রাজনৈতিক দলের মহিলা কর্মীরা পথচারী দাদা/ভাইদের প্রথমে মাস্ক দিয়ে এবং পরে স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করিয়ে রাখী পরিয়ে দিলেন। কিন্তু এবার আর মিষ্টি মুখ করানো হল না।

অন্যদিকে বীজপুর পুলিশ প্রশাসনকেও দেখা গেল রাখী বন্ধন উৎসব পালন করতে তারা রাস্তায় নেমে পড়েছেন। মহিলা পুলিশ কর্মীরা পথচারীদের হাতে রাখী পরিয়ে উপহার হিসেবে মাস্ক এবং স্যানিটাইজার দিচ্ছেন। অদ্ভুত এবছরের রাখী বন্ধন। করোনা আতঙ্কে রাখী বন্ধন উৎসবে ভাই-বোনেরা উপহার হিসেবে পাচ্ছেন মাস্ক এবং স্যানিটাইজার।