এবারের পুজো কেমন হবে! কি বলছে টুকুন, একবার শুনুন

এবারের পুজো
তমাল সাহা

টুকুন বলে,
এবারের পুজোয় দেব না অঞ্জলি
মনের প্রার্থনা যাবে জলাঞ্জলি।
মুখে পরে মাস্ক
পুরোহিত আওড়াবে শ্লোক।
ভক্তজনের মুখেও মাস্ক
ভুলভাল উচ্চারণ শুনবে মা,
চাইনা মায়ের অশুভ হোক।

সংস্কৃত উচ্চারণ এমনিতেই খটমট।
পুরোহিতের প্রতিবারই অশুদ্ধ উচ্চারণ
প্রতিবারই মা রেগে টং।
এবার তো মুখে মাস্ক
মন্ত্র উচ্চারণ হবে আরও হার্ড টাস্ক।
এবার পুজোয় স্তব-স্তুতি মন্ত্রপাঠ
হবে এক আজব ঢঙ।

স্যানিটাইজারে হাত ধোয়া
তারপর নাও হাতে ফুল বেলপাতা
ছোঁয়াছুঁয়ি এড়িয়ে ‘দেহি! দেহি! মাতা’।

এবার করোনার মহাবেলা
তার উপর ভোটের কাল
পুরোহিতের ফিরেছে কপাল
মিলবে অতিরিক্ত পুরুত ভাতা।
ভয় ভক্তি সব উড়ে যাবে
উড়ো খৈ গোবিন্দায় নমঃ
পুজো হবে নমো নমো যা তা!