অবতক খবর,২৬ জুন: ব্যারাকপুরের বিরিয়ানি ব্যবসায়ী ডি বাপি ছেলে অনির্বাণ দাস কে। সোমবার রাতে মধ্যমগ্রাম থেকে ব্যবসা সেরে রাত ১টা নাগাদ বাড়ি ফিরছিল অনির্বাণ তখন তার পেছন নেয় দুই বাইক আরোহী।

অনির্বাণের বাড়ি মোহনপুর ব্যারাকপুরে বাড়ির কাছাকাছি আসতেই একজন বাইক আরোহী তার মোহনপুর বাড়ির দিকে চলে যায় আরেকজন অনির্বাণকে লক্ষ্য করতে থাকে অনির্বাণ কোনরকমে ভয়ে কর্তব্যরত পুলিশের সাহায্য নেয়। বেগতিক বুঝে বাইক আরোহী এলাকা থেকে চলে যায়। এই ঘটনা কথা পুলিশকে জানায় অনির্বাণ।

পুলিশ বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ছবি খোঁজার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরেই অনির্বাণকে ফোনে হুমকি দিত এখানে এসে দেখা কর ওখানে গিয়ে দেখা কর। এমনকি বারাকপুর আদালতে যখন আসামিদের নিয়ে আসা হয় সেখান থেকেও তাকে বলা হয় সেখানে গিয়ে দাঁড়াবার জন্য।

বিষয়টি অনির্বাণ পুলিশকে জানায় সাদা পোশাকে সেখানে যায় কিন্তু তারপর আর কারোর দেখা পাওয়া যায়নি। বিভিন্ন নাম্বার থেকে বিভিন্নভাবে ফোন আসছে আতঙ্কিত ব্যবসায়ী।