অবতক খবর,১০ আগস্ট: লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর কেটে গেছে প্রায় দু’মাস। এরপর আজ ডায়মন্ড হারবারে উন্নয়ন মূলক কাজ নিয়ে সমন্বয় প্রেক্ষাগৃহে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার, আইসি,ওসি এবং এসডিপিও এবং অন্যান্যরা।

বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দু চার জায়গা, বিশেষ করে সাতগাছিয়া, মহেশতলা থেকে গত দুই মাসে সাত-আটটা অভিযোগ পেয়েছি। কয়েক জায়গায় কাজ করতে গিয়ে এজেন্সিগুলিকে বাধার সম্মুখীন হতে হয়। পার্টির নাম করে শাসানোর একটা প্রবণতা তৈরি হয়। সবাই করে সেকথা বলছি না। কেউ যদি দলের নাম করে ভয় দেখায় বা টাকা চায় তাহলে এক ডাকে অভিষেকের নম্বরে খোলা হোয়াটসঅ্যাপ চ্যানেলে তা ভিডিয়ো করে পাঠাতে পারবেন।

তা পুলিশ প্রশাসনকে দেওয়া হবে। পুলিশ যাচাই করে দেখবে এবং ভিডিয়োর সত্যতা প্রমাণ হলে যিনি পাঠিয়েছেন তাঁকে পুরস্কৃত করা হবে। তাঁর সুরক্ষার সমস্ত দায়িত্ব আমার। তথ্য সত্যি হলে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করবে পুলিশ।’