অবতক খবর,১৬ নভেম্বর: বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী ও কাঁচরাপাড়া পৌরসভার উদ্যোগে চালু হলো মা ক্যান্টিন।তাদের উপস্থিতিতে শুভ উদ্বোধন হলো মা ক্যান্টিনের। এছাড়াও উপস্থিত ছিলেন উপ পৌর প্রশাসক,প্রাক্তন কাউন্সিলর ও পৌরসভার সরকারি আধিকারিকেরা।
কাঁচরাপাড়া পৌর প্রাঙ্গন থেকে এই মা ক্যান্টিনের শুভ সূচনা হয়। যা শুরু হবে আজ থেকেই। রাজ্য সরকারের উদ্যোগে এখান থেকে প্রতিদিন দুঃস্থ, ভবঘুরে মানুষদের মাত্র ৫ টাকার বিনিময়ে মধ্যাহ্ন আহারের ব্যবস্থা করা হয়েছে।
এ প্রসঙ্গে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি মানুষের কথা ভাবেন। তিনি ভেবেছেন দুঃস্থ, অসহায়, ভবঘুরেদের কথা। আর তাদের কথা ভেবেই তিনি এই ‘মা ক্যান্টিন’ চালু করেছেন এবং প্রত্যেকটি পৌরসভাকে নির্দেশ দিয়েছেন অতি সত্ত্বর প্রতিটি পৌরাঞ্চলে এই মা ক্যান্টিন চালু করতে হবে। আর তাঁর এই আয়োজনে উপকৃত হবেন বহু মানুষ।
উল্লেখ্য,কাঁচরাপাড়া পৌরসভার এই মা ক্যান্টিনে প্রতিদিন ১০০-২০০ জন মানুষের খাবারের ব্যবস্থা করা হবে। সকাল ১০টা থেকে কুপন বিলি শুরু হবে। যা কাঁচরাপাড়ার ২৪টি ওয়ার্ডের মানুষ সংগ্ৰহ করতে পারবেন। অন্যদিকে দুপুর ১-২টোর মধ্যে খাবার বিতরণ করা হবে বলে জানান পৌর আধিকারিকরা।