অবতক খবর,১৯ অক্টোবরঃ বীজপুরে ট্রাফিক পুলিশ এখন খুব সক্রিয় হয়ে উঠেছে। তারা শহরে কোথাও যানজট হতে দিচ্ছে না। এমনকি গাড়ি,বাইক ইত্যাদি কোথাও পার্কিং করতে দিচ্ছে না। সুতরাং বীজপুরে যারা থাকেন অথবা বাইরে থেকে যারা কাঁচরাপাড়া শহরে আসছেন তারা একটু সাবধান হোন। কারণ যদি আপনি ট্রাফিক রুলস্ ভাঙেন তবে আপনাকে গুণতে হবে ৫০০ টাকা। শুনে অবাক লাগছে তো! কিন্তু এটাই বাস্তব। ট্রাফিক রুলস্ ভাঙলে স্পট ফাইন করা হচ্ছে। কাঁচরাপাড়ায় আর যেখানে সেখানে বাইক বা গাড়ি রাখতে পারবেন না, অর্থাৎ যেখানে সেখানে পার্কিং করতে পারবেন না।
কাঁচরাপাড়া স্টেশন থেকে গান্ধীমোড় পর্যন্ত অঞ্চলে এদিন দেখা গেল কিছু মানুষ রাস্তার মাঝখানে পার্কিং করেছিলেন। অর্থাৎ আগে যেখানে ফুটপাতে বিভিন্ন দোকান বসত সেই জায়গা এখন ফাঁকা হয়ে যাওয়ায় সেখানে অবাধে মানুষজন যানবাহন পার্কিং করছেন। এতদিন সেখানে টোটো দাঁড়িয়ে থাকতো,কিন্তু তাদেরকেও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর প্রশাসনের এই পদক্ষেপ এবং সক্রিয়তা দেখে খুশি হয়েছেন পথচারী থেকে শুরু করে ওই অঞ্চলের ব্যবসায়ীরা।
এবার দুটি রাস্তার মধ্যবর্তী স্থানে কোন যানবাহন রাখলেই স্পট ফাইন হবে। এদিন বেশ কয়েকজন তাদের যানবাহন রেখেছিলেন সেই স্থানে,সেই সময় ট্রাফিক ওসি কুমারেশ ঘোষ গিয়ে সরকারি নিয়ম অনুযায়ী সকলকেই স্পট ফাইন করেন।
শুধু তাই নয়, তিনি সাফ জানিয়ে দেন,যেখানে সেখানে আর পার্কিং করা যাবে না।