অবতক খবর ,সংবাদদাতা ::  বহরমপুর থানার অন্তর্গত কান্তনগর কবরখানায় প্রায় ৪০থেকে ৫০ঘর লোকের বাস প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষ বাস করেন এই কবোরখানা এলাকায়। রেশন সামগ্রী পেয়েছে কিন্তু তা দিয়ে আর কতদিন চলবে?  তাদের অভিযোগ কেউ তাদের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করছে না । দীন দরিদ্র খেটে খাওয়া মানুষের এখন কাজ নেই । লকডাউন এর কারণে সব বন্ধ হয়ে আছে ।বাড়ির মেয়েরা যারা কাজ করে অন্যের বাড়িতে তাদেরও প্রায় কাজ বন্ধ। তারা কোন সাহায্য না পেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খাবার চাই বলে রাস্তা অবরোধ করেন।

অন্য দিকে এই কবরখানা বাসিন্দাদের বিরুদ্ধে ট্রেনে পাওয়া চাল বিক্রি করে দেয়ার অভিযোগ ওঠে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, মিথ্যা অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে । শুধু তাই নয় যে দোকানে চাল বিক্রির কথা উঠে সেই দোকানের মালিক ও এই অভিযোগ অস্বীকার করে জানান কেউ তার কাছে চাল বিক্রি করেনি। আজ তারা খাবারের দাবিতে লক ডাউন ভেঙে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান।