অবতক খবর,২১ আগস্টঃ স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে চিকিৎসক এসোসিয়েশন প্রতিবাদ জানিয়ে বিভিন্ন পোস্টার লিখেছিলেন সেই সমস্ত পোস্টার তড়িঘড়ি ছিঁড়ে ফেলল রাজ্যের পুলিশ প্রশাসন। এতে রাজ্যের সুধীজন হতচকিত হয়ে গিয়েছেন।
পুলিশকে এই প্রতিবাদী পোস্টার ছিঁড়ে ফেলতে এত দ্রুত পুলিশ কে ভূমিকায় নামতে হলো কেন? এক বিবৃতিতে অভিযোগ জানিয়েছেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের নেতৃবৃন্দ। তারা অভিযোগ করেছেন, স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কোভিড ভ্যাকসিন থেকে পিপি কিট দুর্নীতি, অবৈধভাবে চিকিৎসকদের নিয়োগ, পদোন্নতি এবং বদলি বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য দপ্তর পরিপূর্ণ হয়ে গেছে। তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। দুর্নীতির অভিযোগে তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শনিবার স্বাস্থ্য দপ্তরে এসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের পক্ষ থেকে পোস্টার লাগানো হয়েছিল।
দেখা যায় পোস্টার লাগানোর পর মুহূর্তেই পুলিশের পক্ষ থেকে সেই পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। তারা জানান পোস্টার ছিঁড়ে জনস্বার্থে এই যে আন্দোলন তা স্তব্ধ করে দেওয়া যাবে না। তারা লাগাতার এই প্রতিবাদ চালিয়ে যাবেন।