অবতক খবর,সম্পা দাম পাল,২১ এপ্রিল: বিশ্বজুড়ে ভয়াবহ করোনা পরিস্থিতি। আর এই লকডাউনে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষ। আর তাদের কথা ভেবেই এবার কিছু মানুষকে সহযোগিতা করতে নেমে পড়ল বাগমোড় বাজার অঞ্চলের কয়েকজন যুবক। আজ তারা প্রায় ১৫০ জন মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তার মধ্যে ছিল সোয়াবিন,আলু,লবণ এবং বিস্কুট। এই কর্মকাণ্ডের উদ্যোক্তা দেবরাজ দাম,অনুপম মৃধা,অরূপ দাম,অয়ন ঘোষ,অভিষেক কর্মকার,সুমন দাস এবং অর্পণ ঘোষ। এ প্রসঙ্গে তারা বলেন,”এই পরিস্থিতিতে যে সকল অসহায় মানুষ তথা পিছিয়ে পড়া মানুষ রয়েছেন আমরা তাদের সহযোগিতা করছি মাত্র। আমরা ত্রাণ বলে কিছু বিলি করছি না। এটা কোন দান বা দয়ার ভিক্ষা নয়। আমরা মনে করি,আমরা যারা এই পরিস্থিতিতেও তিনবেলা ভালোভাবে খেতে পারছি,এই বিপর্যয়কর পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো আমাদের কাজ এবং মানুষ হিসেবে তাদের প্রতি আমাদের দায় ও কর্তব্য। পরবর্তীতে কি পরিস্থিতি হতে চলেছে আমরা কেউ জানি না। সুতরাং আমরা যখন পারছি আমাদের সাধ্যমত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা মনে করি, মানুষের মধ্যেই ঈশ্বরের বাস। মানব সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয়। আমাদের এই সামান্য কিছু খাদ্য সামগ্রী দিয়ে তাদের যদি একবেলা পেটে ভরে তবে আমাদের এই উদ্যোগ সার্থক।” উল্লেখ্য যে,এই বিতরণ কার্যে উদ্যোক্তারা করোনার যাবতীয় বিধি নিষেধ অত্যন্ত সতর্কতার সঙ্গে পালন করেছেন।